সরকার বিরোধী আন্দোলনে ॥ দিরাইয়ে বিএনপি সরব আওয়ামীলীগ নীরব!

45

দিরাই থেকে সংবাদদাতা :
অবরোধ-হরতাল সহ সরকার বিরোধী আন্দোলনে দিরাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন মাঠে থাকলে ও সরকারী দল আওয়ামীলীগের কোনো কার্যক্রম নেই, এমনকি শুক্রবার আওয়ামী লীগের ডাকে সারা দেশে গায়েবানা জানাযার নামাজ  অনুষ্ঠিত হলেও দিরাইয়ে কোন জানাযার নামাজ হয়নি। এ ব্যাপারে আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতাদের মাঝে ক্ষোভ থাকলে ও  প্রকাশ্যে কিছু বলতে নারাজ তারা। নাম প্রকাশ না করার শর্তে মাঠ পর্যায়ে একাধিক নেতা কর্মী অভিযোগ করে বলেন, প্রায় দেড়যুগ পর গত ১ ডিসেম্বর অনেকটা অনাম্বড় পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলন হয়, সম্মেলনে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ সহ কয়েকজন দলীয় এমপি উপস্থিত ছিলেন, সে সম্মেলনে আওয়ামীলীগের দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন কারী সাবেক স্কুল শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাব উদ্দিন কে কৌশলে সরিয়ে সাধরারণ সম্পাদক কে নিজ পদে রেখে যে কমিটি করেছেন, মাস খানেক হলো তাদেও কোন কার্যক্রম আমরা দেখছিনা, সম্পাদক নিজ কাজে সব সময় থাকেন দিরাইর বাহিরে, আর সভাপতি শারীরিক ভাবে অসুস্থ, তাছাড়া তিনি  ইউপি চেয়ারম্যান হলেও রাজনীতির মাঠে তাকে কেউ কোন দিন দেখেনি, বিএনপি প্রতিদিন সরকারী বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করলেও আমাদের দল কোন দিন মাঠে নামেনি। অথচ টেলিভিশনে দেখি প্রতিদিন আমাদের দল হরতাল অবরোধের বিপক্ষে মিছিল মিটিং করছে, গত শুক্রবার আমাদের জেলার বিভিন্ন উপজেলায় গায়েবানা জানাযার নামাজ হলেও আমাদের নেতারা এ কর্মসূচি জানেনইনা, যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছে, তাদের অনেকেই নতুন কমিটিতে ঠাঁই হয়নি, যার সব সময় নেতার আশে পাশে থাকেন যোগ্যতার দিক না দেখেই তাদেরকেই বড় পদে রাখা হয়েছে, কয়েক মাস আগে পৌর আওয়ামীলীগের সম্মেলন হলেও আজ ও কমিটি হয়নি, যুবলীগ চলছে বহুদিন ধরে আহবায়ক কমিটি দিয়ে, নেতা কর্মীদের মাঝে সমন্বয় না থাকায় আমরা মাঠে নামতে পারছি না। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সুহেল আহমদ বলেন, সবে মাত্র নতুন কমিটি হয়েছে, আমরা প্রস্তুত হচ্ছি, অচিরেই বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনে বিরুদ্ধে মাঠে নামবো। দিরাই উপজেলা ২০ দলীয় জোটের আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, আমরা ৬ ডিসেম্বর থেকে আন্দোলনে নেমেছি, ইতিমধ্যে ২০ দলীয় জোট হয়েছে, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।