ইনসান এইড ইউকে’র উদ্যোগে শাড়ী ও লুঙ্গি বিতরণ ॥ সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা নৈতিক দায়িত্ব

76

সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও অসহায় মানুষের সেবায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সেবা মূলক সংগঠন ইনসান এইড ইউকে। সমাজ সেবায় ইনসান এইড এর এগিয়ে আসা অত্যন্ত প্রশংসার দাবিদার। সুদূর প্রবাসে থেকেও যারা তাদের কষ্টে অর্জিত টাকা দিয়ে দেশের অসহায় মানুষের কল্যাণে কথা ভাবেন দেশবাসী তাদের কৃতজ্ঞ চিত্ত্বে স্মরণ করবে। ইনসান এইড ইউকে’র উদ্যোগে গরীব অসহায় ৫শত  নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল সোমবার সকালে গোয়ালাবাজার এলাকার ৫শত মানুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়। গোয়ালাবাজারের বিশিষ্ট মুরব্বী ও শাহ কামাল মার্কেটের স্বত্ত্বাধিকারী মুহিবুল হক কামালীর সভাপতিত্বে ও ইনসান এইড ইউকের ক্যান্টি ম্যানেজার খালেদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ৭নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান (মানিক) বলেন, মানুষের কল্যানে কাজ করা এবাদতের শামিল। ইনসান এইড এর মত্যে আমাদের সকলের  উচিত অসহায় মানষের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার ও ইনসান এইড ইউকের ট্রাষ্টি ও এসিসট্যান্ট ট্রেজারার মুজিবুল হক কামালী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ১নং উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারীয়ান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উমরপুর মাদ্রাসা মুহতামিম ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মাওলানা শিহাব উদ্দিন। এসময় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউপি সদস্য আব্দুর রহমান বাবলু, আব্দুস সামাদ, তাজপুর ইউপি সদস্য ইকবাল আহমদ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল টাওয়ারের স্বত্ত্বাধিকারী হোসেন আহমদ, আ্ব্দুল গফফার মেম্বার, আবদাল মেম্বার, আলা মিয়া মেম্বার, অরুফ মিয়া মেম্বার, মহিলা মেম্বার চামেলি রানি দে, মনোয়ারা বেগম, মায়া বেগম, টিটু, তাুরেক, জহিরুল ইসলাম, হাবিব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি