রবি-সোম হরতালের সমর্থনে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল-সমাবেশ

42

01দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের, ২০ দলীয় জোটের নেতাকর্মী ও নিরীহ জনসাধারণকে গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দলের ডাকে (১ ও ২ ফেব্র“য়ারী) রবিবার ভোর ৬ টা থেকে সোমবার সন্ধা ৬টা পর্যন্ত সিলেট জেলায় ৩৬ ঘন্টা হরতালের সমর্থনে গতকাল শুক্রবার বেলা ২টায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিলটি নগরীর বারুতখানা পয়েন্ট থেকে শুরু করে জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় বারুতখানা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন সরকারের মন্ত্রী এবং আওয়ামীলীগ নেতাদের পাগলের প্রলাপেই প্রমাণ করে তাদের পায়ের নিচে মাটি নেই। ক্ষমতা লোভী শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে আঁকড়ে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ার উস্কানী দিয়েছেন। অপরদিকে জনগণ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। সুতরাং গুম খুন সহ সকল অপকর্মের হিসাব শেখ হাসিনাকে দিতে হবে, সেদিন আর বেশি দূরে নয়। বক্তারা বলেন, বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা করা হলে সারাদেশে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। এ আগুন নিভানোর ক্ষমতা শেখ হাসিনার নেই। বক্তারা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় পুলিশী তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি রবি-সোম হরতার সফল করার সিলেট বাসীর প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা জয়দেব চক্রবর্তী জয়ন্ত , জয়নাল আহমদ, মিফতাহুল কবির মিফতা, দীপক রায়, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, তসির আলী,  লিটন কুমার দাশ নান্টু, আমিনুল ইসলাম সাজু, আফজল হোসেন চৌধুরী, দেওয়ান নিজাম খান, দেলোয়ার হোসেন চৌধুরী, বিরেন্দ্র শর্মা, আবদুল কাইয়ুম, হামিদ হোসেন, মুহিবুর রহমান লিটন, আবুল বাশার, ফাহিম রহমান মৌসুম, ইফতেখার আহমদ সোহেল, শোয়েবুর রহমান খোকন, খালেদ চৌধুরী মুন্না, সাদ চৌধুরী সুজন, হোসেন মাহমুদ তালুকদার, নিজাম উদ্দিন, নুমান মাহমুদ কাওসার, আবু আম্বিয়া, আজিজ খান সজিব, আব্দুল মোতাকাব্বির সাকি, দেলোয়ার হোসেন, সদরুল ইসলাম লোকমান, রাশেদ আহমদ, হারুনুর রহমান জনি, সুমন আহমদ, এ ইউ মিজান, সামিম আহমদ, সোলেমান চৌধুরী, সায়েক চৌধুরী, ইমরান হোসেন, ফাহাদ মাহফুজ চৌধুরী, রাজু আহমদ অপু, শাহজাহান আহমদ, রাসেল আহমদ, আলাল আহমদ, আতিকুল ইসলাম নাঈম, কয়সর আহমদ সাহেদ, সৈয়দ মিনহাজ, সেলিম আহমদ, আবুল হোসেন, জাহাঙ্গির হোসেন, ফয়সল আহমদ, সোহানুর রহমান সোহাগ,  শাহজাহান চৌধুরী, ইকবাল হোসেন, সাইফুল আলম জয়, জুবায়ের আহমদ, রাজন তালুকদার, শিবু কুমার দাশ শিমুল, কয়েস আহমদ, কানাই দে প্রমুখ। বিজ্ঞপ্তি