পুলিশের অনুমতি মেলেনি ॥ কানাইঘাটে ছাত্র জমিয়তের আজকের সমাবেশ স্থগিত, প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

46

কানাইঘাট থেকে সংবাদদাতা :
২০ দলীয় জোটের শরীকভুক্ত দল জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের ২ যুগ পূর্তি উপলক্ষে কানাইঘাটে আয়োজিত আজকের ছাত্র সমাবেশ পুলিশী অনুমতি না পাওয়ায় বাতিল করা হয়েছে। পুলিশী বাধার কারণে সমাবেশ স্থগিত হওয়ায় গতকাল শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে দলের পৌর শহরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ছাত্র জমিয়তের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ রিয়াজ উদ্দিন বলেন, উপমহাদেশের প্রাচীনতম ইসলামী ঐতিহ্যবাহী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের ২ যুগ পূর্তি উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় কানাইঘাট ডাক বাংলা মাঠে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। ছাত্র সমাবেশকে সফল করার জন্য এ উপলক্ষে বিগত ৩ মাস ধরে সংগঠনের উদ্যোগে জেলা ও উপজেলা ব্যাপী ব্যাপক গণসংযোগ, পোস্টার, লিফলেট, ব্যানার ও মাইকিং করা হয়। উক্ত ছাত্র সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি আন্তর্জাতিক মুফস্েির কোরআন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা শায়খ জিয়া উদ্দীন, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা উবায়দুল্লাহ ফারুক, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল গাজালি অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল। শান্তিপূর্ণ ভাবে সমাবেশের সকল আয়োজনের প্রস্তুতি গ্রহণের পর গত বৃহস্পতিবার সমাবেশের অনুমতি নেওয়ার জন্য কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে সংগঠনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে তিনি প্রথমে তাদের বলেন, যেহেতু আপনারা ২০ দলীয় জোটের শরীকভুক্ত সংগঠন তাই শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। সমাবেশ করতে হলে উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ, সিলেটের পুলিশ সুপার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করা হলে গুলি করা হবে বলে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী ছাত্র জমিয়তের নেতৃবৃন্দকে বলেন। সংবাদ সম্মেলনে ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্র জমিয়তের অনেক সংগ্রামী ইতিহাস ঐতিহ্য রয়েছে। এ সংগঠন কখনো কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও দেশ বিরোধী নাশকতা মূলক তৎপরতার সাথে জড়িত নয়। অতীতে বহুবার কানাইঘাটে ছাত্র জমিয়তের উদ্যোগে শান্তিপূর্ণ ভাবে সভা সমাবেশ হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ভাবে সমাবেশ হবে অঙ্গীকার করার পরও সমাবেশের অনুমতি না দেওয়ায় জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়তের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারপরও প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে ছাত্র জমিয়তের আজকের ছাত্র সমাবেশ স্থগিত করা হয়েছে। সুবিধা মত সময়ে পুনরায় ছাত্র সমাবেশের আয়োজন করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন সহ সংগঠনের নেতৃবৃন্দ।