শোভাযাত্রার মধ্যদিয়ে শেষ হল সরস্বতী পূজা

73

DSC_0191স্টাফ রিপোর্টার :
শান্তিপূর্ণ প্রতিমা শোভাযাত্রার মধ্যদিয়ে নাচ-গান করেই সিলেটে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। এবার নাশকতার কারণে পুলিশ সংকটে ভোগছে এসএমপি। তাই প্রতিমা পুলিশ বহনকারী ট্রাকের বহর ও সাউন্ড সিস্টেমের কোনো ব্যবহার করতে দেয়া না হলে কোন কোন সাউন্ড সিস্টেম চালু ছিল।
গতকাল সোমবার বিকেলে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে জমায়েত হয়ে শুরু হয় শোভাযাত্রা। কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, নাইওরপুল রামকৃষ্ণ মিশন পয়েন্ট, জিন্দাবাজার, মির্জাজাঙ্গাল হয়ে পুনরায় সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। নিরাপত্তাজনিত কারণে বিকেল ৫টার মধ্যেই এই কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলে চলে রাত পর্যন্ত।
এ বিষয়ে নিরাপত্তায় নিয়োজিত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘চারদিকে ককটেল ফুটাচ্ছে ছাত্রদল-শিবির। এর মধ্যে শোভাযাত্রায় নাচ-গান হলে ককটেল বিস্ফোরণের আশঙ্কা আরও বেশি থাকে। তাছাড়া পর্যাপ্ত পুলিশও নেই। তাই এবার সংশ্লিষ্টদের সাথে আলাপ করে  একটু সংক্ষিপ্ত করে দেওয়া হযেছে।’