আটককৃত ভুয়া সাংবাদিককে পুলিশ এসল্ট মামলায় কারাগারে

34

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় আটককৃত ভুয়া মানধিকার কর্মী ও সাংবাদিক পরিচয়দানধারী মোঃ আব্দুর রশিদ (৩২)কে পুলিশ এসল্ট মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করে। ধৃত আব্দুর রশিদ নগরীর রাজনগর রাজবাড়ীর আকতার মিয়ার কলোনীর ইন্দ্রিস গাজীর পুত্র। এ মামলায় ১৬ জন জামিনে ও ২ জন আসামী বর্তমানে জেলে রয়েছে।
দক্ষিণ সুরমা থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সফিকুল ইসলাম জানান, ২০১৪ ২৯ মে রাত ১১ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ভার্থখলা চান্দের বাড়ীতে মাদক ধরতে অভিযান চালায়। এ সময় মাদক স্পটের বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তাদেরকে মারধর করে। এ ঘটনার সময় ধৃত আব্দুর রশিদ আশপাশ এলাকায় অবস্থান করছিল। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার ৩৬ (৩০-০৫-১৪) নং মামলা দায়ের হয়। তিনি জানান, ধৃত আব্দুর রশিদকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে মামলার ঘটনার সাথে জড়িত রয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়।