জগন্নাথপুরে একটি ব্রিজের এপ্রোচে মাটি না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল

29

poto(1)মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে একটি ব্রিজের এপ্রোচে মাটি না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন জনসাধারণ। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজের এপ্রোচে মাটি ভরাটের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত বছর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া-স্বজনশ্রী রাস্তার চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামে খালের উপর একটি নতুন ব্রিজ নির্মাণ করা হয়। এ সময় নব-নির্মিত ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। তবে ব্রিজের দুই পাশের এপ্রোচে মাটি না থাকায় লোকজন চলাচল করতে পারেননি। উদ্বোধনের পর থেকে ব্রিজটি অকেজো অবস্থায় পড়ে ছিল। অবশেষে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ব্রিজের এক পাশের এপ্রোচে এক লক্ষ টাকা ব্যয়ে আংশিক মাটি ভরাট করা হলেও আরেক পাশে হয়নি। এ সময় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাটি না থাকা এপ্রোচে ছোট একটি বাঁশের সাঁকো নির্মাণ করে কোন রকমে চলাচলের ব্যবস্থা করা হয়। এর পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন অত্র অঞ্চলের জনসাধারণ। গতকাল মঙ্গলবার সরজমিনে দেখা যায়, ব্রিজের এক পাশের এপ্রোচে সামান্য মাটি থাকলেও অন্য পাশে নেই। এখানে ছোট একটি বাঁশের সাঁকো দিয়ে অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। এছাড়া ব্রিজের নিচের খালটির শুকিয়ে যাওয়া পথ দিয়ে লোকজন চলাচল করছেন। এ সময় সমাজসেবক লিলু মিয়া, ওয়াহাব উল্লাহ, আংগুর মিয়া, আলেক মিয়া, লিটন মিয়া, ফরুক মিয়া, মাদু মিয়া, বিলাল মিয়া, আব্দুল হক, শফিক মিয়াসহ এলাকার ভুক্তভোগী লোকজন জানান, এ ব্রিজের এপ্রোচে মাটি না থাকায় আমরা অনেক কষ্টে চলাচল করছি। তাছাড়া এ রাস্তা দিয়ে প্রতিদিন অত্র অঞ্চলের চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি, স্বজনশ্রী, বাউধরণ, গোপরাপুর, রৌয়াইল, নাচনী, হাতিয়াসহ বেশ কয়েকটি গ্রামের ছাত্রছাত্রীসহ শতশত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। তাই জরুরী ভিত্তিতে এ ব্রিজের এপ্রোচে মাটি ভরাটের দাবি জানান এলাকাবাসী। জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শহিদুজ্জামান জানান, অচিরেই এ ব্রিজের এপ্রোচে মাটি ভরাটের কাজ শুরু হবে।