দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে পৃথক সংঘর্ষে আহত ১২

32

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক দুটি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৩ সহোদরসহ ৪ জনকে সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের ফুল মিয়া ও মৃত আফছর উদ্দিনের পুত্রদের মধ্যে বোর জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঐ বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল ১১টায় ফুল মিয়া ও তার চাচাতো ভাই আবুল কালামগং মৃত আফছর উদ্দিনের পুত্র মোক্তার মিয়াকে মারপিট করে। সংবাদ পেয়ে ছোট ভাইকে রক্ষা করতে মেজো ভাই সাব্বির (২৫) ও বড় ভাই হারুন (৩০) এগিয়ে আসলে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে ফুল মিয়ার লোকজনের হাতে ৩ সহোদর গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত ৩ সহোদরকে সিলেটস্থ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপরপক্ষে আহত হয়েছেন মর্মে দাবী করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আহত ৩ সহোদরকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিপক্ষ ফুল মিয়া (৫০)।
এদিকে মঙ্গলবার বিকেল ৫টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের হলদারকান্দি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত ওয়াজিদ উল্লাহ ও আব্দুল গনীর গোত্রের মধ্যে অপর এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে ৬জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত মৃত ওয়াজিদ উল্লাহর পুত্র ফুয়াদ আলী (২৭) কে আশঙ্কাজনক অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।