জুস খেয়ে হবিগঞ্জে একই পরিবারের ৫ সদস্য গুরুতর অসুস্থ

57

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
জুস খেয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের এক পরিবারের ৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অসুস্থ হয়ে পড়া লোকদের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় তেতৈয়া গ্রামের অসুস্থ মমতাজ মিয়াকে দেখতে যান তার শ্যালক বড় বহুলা গ্রামের ভিংরাজ মিয়া। সাথে প্রাণ কোম্পানীর কয়েকটি ফ্রুটো জুস নিয়ে যান। রাতে মমতাজ মিয়া জুস খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তখনও পরিবারের লোকজন বুঝতে পারেননি জুস খেয়ে মমতাজ মিয়া জ্ঞান হারিয়েছেন। তাদের ধারণা ছিল, অসুস্থতার কারণেই তিনি অজ্ঞান হয়েছেন। পরদিন শনিবার বিকেলে ভিংরাজ মিয়ার আনা জুস পান করেন পরিবারের আরো কয়েক সদস্য। জুস পানের পর তারা সকলেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় মমতাজ মিয়ার ভাতিজার স্ত্রী মিনাজ আক্তার, তার ননদ রিপা আক্তার, খাদিজা আক্তার ও তার ছেলে হেলাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে হেলাল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন রায় জানান, মেয়াদ উত্তীর্ণ পণ্য খেলে এ ধরণের অসুস্থতা দেখা দেয়।