জাফলংয়ে পর্যটন মোটেল এর উদ্বোধনকালে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ॥ যে কোন মূল্যে দেশের সবকটি পর্যটন স্পট রক্ষা করা হবে

37

minister photo 13-01-2015 (1)গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এম পি বলেছেন দেশের সবকটি পর্যটন স্পট রক্ষায় সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের সবকটি পর্যটন স্পট রক্ষায় উদ্যোগ নিয়েছে। সরকার এ শিল্প রক্ষায় গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে কোন মূল্যে দেশের সবকটি পর্যটন স্পট রক্ষা করা হবে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে জাফলংয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পর্যটন মোটেল ও রেষ্টুরেন্ট এর তৃতল ভবনের উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ পর্যটন কপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরীর সভাপতিত্বে ও মহাব্যবস্থাপক (বানিজ্যিক) ফয়সাল শাহের পরিচালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কারী মোঃ আনোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন করপোরেশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, সিলেটের বিভাগীয় কমিশনার এম সাজ্জাদুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম উকিল, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম। মন্ত্রী বিকেল ৫টায় জাফলংস্থ গুচ্ছগ্রামে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে নিমির্ত তৃতল ভবনের ফিতা কেটে, বেলুন ও শেত কবুতর উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় গান ও নৃত্য পরিবেশন করেন গোয়াইনঘাট শিল্পকলা একাডেমির শিল্পীরা।