কানাইঘাটে মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ॥ শিক্ষার অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষক সমাজকে আরো সচেষ্ট হতে হবে

26

Picture r r rকানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান বলেছেন, শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছেন। জাতিসংঘের মহাসচিব বানকিমুন থেকে শুরু করে বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের এ অর্জনের ভূয়সী প্রসংশা করেছেন। শিক্ষিত জাতি ও আলোকিত সমাজ গঠনে সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারূপ করেছে। তিনি আরো বলেন শিক্ষাক্ষেত্রে সুযোগ সুবিদা বাড়ানোর ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধ হয়েছে। শতভাগ কোমলমতি শিক্ষার্থীরা এখন স্কুলে যায়। শিক্ষার এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার বছরের ১ম দিনেই বিনামূলে শিক্ষার্থীদের হাতে ২৩ কোটি পাঠ্য বই বিতরণ, উপবৃত্তির সংখ্যা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। যা বিশ্বের ইতিহাসে বিরল এবং দেশের সবচেয়ে বড় অর্জন। আমাদের এ অর্জন ধরে রাখার মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষক সমাজকে সর্বোচ্চ পরিশ্রম, মেধা ও মনোনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করাতে হবে। প্রতিটি বিদ্যালয়কে শিশু বান্ধব পরিবেশে গড়ে তুলতে হবে। শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশাপাশি সমাজ হৈতশী ব্যক্তিবর্গ প্রবাসীদের সম্পৃক্ত করতে হবে। বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান গতকাল সোমবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্র্মকর্তা দিলীপ কুমার শাহার পরিচালনায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্তিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও সার্বিক উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল, কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফজ্জিল আলী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।