আহলে সুন্নাতওয়াল জামাতের আকিদা বিশ্বাস মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে ———মাওলানা হুছামুদ্দীন চৌধুরী

42

Al -islah photo 10.1.15মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, আহলে সুন্নাতওয়াল জামাতের আকিদা বিশ্বাস প্রচার প্রসারে দেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে আনজুমানে আল ইসলাহর সর্বস্তরের নেতা কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও গতিশীল বেগবান করে তোলতে হবে। এক্ষেত্রে আল ইসলাহ কর্মীদের দায়িত্ব কর্তব্য অপরিসীম। গতকাল শনিবার সুবহানীঘাটস্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি উপাধ্যক্ষ আবু জাফর মুহা. নুমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ এর পরিচালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ একে এম মনোওর আলী, যুগ্ম মহাসচিব ঢাবির সহকারী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক উপাধ্যক্ষ আবু ছালেহ মো. কুতুবুল আলম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নজমুল হুদা খান, জেলা সেক্রেটারী অধ্যক্ষ শুয়াইবুর রহমান, হাফিজ তরিকুল ইসলাম তোফা, অধ্যক্ষ আব্দুল লতিফ, অধ্যক্ষ আজিজ আহমদ, শেহাব উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রউফ, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ খছরুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাছিত, আ খ ম নুমান, সালেহ আহমদ, আব্দুর রব, ফয়জুল ইসলাম, হাফিজ গোলাম রাব্বানী, সিরাজুল, আম্বিয়া আব্দুল মালিক, মাওলানা লুৎফুর রহমান সিরাজী। মুজাহিদ উদ্দিন, লুৎফুর রহমান, আব্দুল ফাত্তাহ, আব্দুল শহীদ, শিব্বির আহমদ, মনজুর আহমদ, মুশতাক আহমদ চৌধুরী, ইমাদ উদ্দিন, আবুল কালাম, আতাউর রহমান, অধ্যক্ষ মুজিবুর রহমান কামালী, মাওলানা নুরুল হক প্রমুখ। সভায় ১৫ জানুয়ারির ফুলতলীতে ঔসালে সাওয়াব মাহফিল সফলের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি