সুনামগঞ্জে ৫ দিনের অবরোধে ৫ মামলা, আসামী ৫৬০

31

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে ৫ দিনের অবরোধে ৫ মামলায় ৫৬০ জন বিএনপি নেতাকর্মীকে আসামী করা হয়েছে। মামলা মাথায় নিয়েও রাজপথে আছেন নেতাকর্মী। গ্রেফতারকৃত হয় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রাজু, স্বেচ্ছাসেবক দলনেতা গোলাম মওলা তোহা, ছাত্রদল নেতা আপন, আমিরুললসহ ৯৩ জন নেতাকর্মীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
জানা যায়, সুনামগঞ্জ সদর থানায় দুটি, দক্ষিণ সুনামগঞ্জ থানায় দুটি, ধর্মপাশা উপজেলায় একটিসহ পাঁচটি মামলায় ২১১ জনের নাম উল্লেখ সহ  ৫৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। ফলে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় গ্রেফতার আতঙ্কে রয়েছে নেতাকর্মীরা। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা পালিয়ে বেড়ালে ও বিক্ষোভ মিছিল, টায়ার জ্বালিয়ে পুলিশী বাধার মুখে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
৫ জানুয়ারি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। সোমবার রাত সাড়ে নয়টায় থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুলসহ এজহারভুক্ত ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০ জনকে আসামী করা হয়। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় ছাত্রদলের মিছিল চলাকালে ছাত্রদল-ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মামলার বাদী সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক, এএসআই গৌতম চন্দ্র সেন ও কনস্টেবল হামিদুল ছাত্রদলের ২০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮০ জন আসামী করে পুলিশ মামলা করে। ৭ জানুয়ারি অবরোধ কর্মসূচিতে মিছিলের নামে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক  ফারুক আহমদসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে  এস আই হাবিব মামলা দায়ের করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল জানান, এ সরকার  ছাত্রলীগ ও পুলিশ দিয়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এসব বাধা উপেক্ষা আমরা রাজপথে আছি, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর-রশিদ জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে অপরাধী ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।