লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা সিলেট-এর উদ্বোধনী মাহফিল

88

DSC_7453যোগ্য হাফিজে কোরআন ও দক্ষ নাগরিক সৃষ্টির প্রয়াসে নগরীর পাঠানটুলায় যাত্রা শুরু হয়েছে “লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা সিলেট”-এর। গতকাল শুক্রবার মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত আল্লামা মুফতী গিয়াস উদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। মাদরাসা পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা নজমুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। মাদরাসার পরিচালক হাফিয নজীর আহমদ হেলালের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচীত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহ ঢাকা মহানগরীর সভাপতি মুফতী মাওলানা আবু নছর জিহাদী, সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান, নাজমুল হক কামিল মাদরাসা ঢাকা’র মুহাদ্দিস মাওলানা মাহবুবুল্লাহ, আল ইসলাহ সিলেট মহানগরীর সভাপতি আলহাজ্জ মো. শাহজাহান মিয়া, পাঠানটুলা এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব হিরন খান।
মাদরাসা পরিচালনা কমিটির সদস্য হুমায়ূনুর রহমান লেখনের পরিচালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল মতিন খান, নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, মাওলানা আনছার উদ্দীন, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, বায়তুল মামুর জামে মসজিদ পাঠানটুলা’র খতীব মাওলানা জামিল আহমদ, সেক্রেটারি তুরণ মিয়া চৌধুরী, আউশকান্দি ইয়াকুবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহীদ আহমদ, অর্কিড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফরহাদ খান, সেক্রেটারি মঞ্জুর হোসাইন, লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা সিলেটের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ তালিমুল ইসলাম, সদস্য মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা এনাম উদ্দীন, মাদরাসার শিক্ষক হাফিয জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বিশেষায়িত হাফিযী মাদরাসার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন আগামী দিনের যোগ্য ও আদর্শ সুনাগরিক গঠন করার পাশাপাশি মানুষের ঈমান, আমল ও আখলাকের বিশুদ্ধতা রক্ষায় এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কোরআন শরীফের বিশুদ্ধ পঠন-পাঠন, যথাযথ হিফযের মাধ্যমে এর পরিপূর্ণ সংরক্ষণ এবং কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন যাপনে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দ্বীনের খিদমতে লতিফিয়া হিফজুল কোরআন মাদরাসা সিলেট অনন্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি