বিহনে

37

জালাল আহমেদ জয়

শ্রাবণে আকাশে যেন বিরহের বাতাস,
তুমি দূরে গেলে চলে
নেই যেন জীবনের আশ্বাস;
নদীর জল সাগর পানে বয়ে যায়,

আমার প্রাণ যেন তোমায় ভেবে মরে হায়।
রৌদ্র মাখা জলে, নদীর ওই পাড়ে,
কে যেন ডাকে আমায় রাখতে তাহার কোলে;
বিরহ ব্যথায় যেন মরি,

প্রাণ সখি তুমি বিহনে
এই পথ নাহি খুঁজে ফিরি
অন্য কাহার পানে।
নিশিকালো আঁধার রাতে দেখেছি তোমার মায়াবি মুখ,

বৈশাখী ঝড়ে যেন ভাংগে আমার দুখ;
এক পলক দেখলেই তোমায় প্রাণে আসে তৃপ্তি,
তুমি ছাড়া এই ভুবনে
আমি যেন অতৃপ্ত

শ্রাবণে আকাশে যেন বিরহের বাতাস,
তুমি দূরে গেলে চলে
নেই যেন জীবনের আশ্বাস;
নদীর জল সাগর পানে বয়ে যায়,
আমার প্রাণ যেন তোমায় ভেবে মরে হায়।