চেক ডিজওনারে এক ব্যক্তির ৩ বছরের কারাদন্ড

28

স্টাফ রিপোর্টার :
চেক ডিজওনোর মামলায় এক ব্যক্তির ১৮ লাখ টাকা জরিমানা ও ৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত সিলেটের বিজ্ঞ বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীর নাম-মহসিন চৌধুরী। সে ভোলা জেলার বুরহান উদ্দিন থানার আবি আব্দুল্ল¬াহ এলাকার সোনা মিয়ার পুত্র। রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৩ সালে নগরীর কালিঘাটের হক ট্রেডার্সের মালিক আব্দুল হকের কাছ থেকে ব্যবসার কথা বলে মহসিন ৬ লাখ টাকা নেন। এরপর তিনি ওই টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ব্যবসায়ী হক বাদি হয়ে চেক ডিজওনার মামলা করেন। দীর্ঘ বিচার শেষে আদালত মহসিনকে ১৮ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাকে তিন বছরের কারাদন্ড  প্রদান করেন।