বিশ্ব ইজতেমা শুরু আজ

38

3_116838কাজিরবাজার ডেস্ক :
গাজীপুরের টঙ্গী থানার তুরাগ নদীর তীরে আজ থেকে শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ হিসেবে খ্যাত তাবলিগ জামাতের ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমার নিয়ম-কানুন ও করণীয় বিষয়ে অনানুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে। প্রচন্ড শীত আর রাজনৈতিক অস্থিরতা উপেক্ষা করে দেশ-বিদেশের তাবলিগ অনুসারী ছাড়াও ধর্মপ্রাণ মুসলমানরা হাজির হয়েছেন ইজতেমা ময়দানে। আজ ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে বৃহৎ জুম্মার নামাজ। এতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে লাখো মুসল্লি অংশ নেবেন। সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা সফল করতে আয়োজক কমিটিসহ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক পদক্ষেপ। রবিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চার দিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। এ পর্বের আখেরি মোনাজাত হবে ১৮ জানুয়ারি।