শীতার্তদের বোঝা হিসেবে না দেখে সহযোগিতায় এগিয়ে আসুন ——–সমাজসেবা উপ পরিচালক

32

সিলেট জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক আলহাজ্ব মোঃ আবুল কালাম বলেছেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান গুলোও শীতার্ত মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে। অসহায় শীতার্তদের সমাজের বোঝা হিসেবে না দেখে তাদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। তাই শীতার্তদের বোঝা হিসেবে না দেখে তাদের সহযোগিতায় এগিয়ে আসুন। গতকাল ৭ জানুয়ারী বুধবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারে এসিসটেন্স ফর ফ্যামিলি এডভান্সম্যান্ট কমিটি (এফেক) এর প্রধান কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বিগত দিনের এফক এর সেবমূলক কার্যক্রমের প্রশংসা করে আগামী দিনগুলোতেও অসহায় মানুষের সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠিত আলোচনা সভায় এসিসটেন্স ফর ফ্যামিলি এডভান্সম্যান্ট কমিটি (এফেক) এর চেয়ারম্যান অপরেশ কুমার দাস অপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়েষ্ট ওয়াল্ড শপিং সিটির পরিচালক মফিক আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন এফেক ভাইস চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বী আহসান, এফেক’র পরিচালক তপু বিশ্বাস, মোঃ রাশেদ খান মাসুদ, মোঃ মাহবুবুর রহমান রুমেল। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হিরক জ্যোতি বিশ্বাস, মোঃ ফতেহউল হক, সুরঞ্জিত দাস, মোঃ আফজাল রশীদ চৌধুরী, সমীরন দাস, রুপ রঞ্জন দে, ফয়ছল আহমদ বাবুল, সঞ্চালনা করেন এফেক’র সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল। শুরুতে ফিতা কেটে কার্যালয়ের শুব উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি