কুড়িয়ে পাওয়া মাদ্রাসা ছাত্র নিরাপদ হেফাজতে

44

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার লালমাটিয়া এলাকা থেকে কুড়িয়ে পাওয়া এক মাদ্রাসা ছাত্র এখন নিরাপদ হেফাজতে রয়েছে। গতকাল সোমবার বিকেলে পুলিশ মোঃ ইকবাল হোসেন (৬) নামের ওই শিশুকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-১) মোঃ সায়েদুল করিমের আদালতে হাজির করে। পরে আদালত তাকে বাগবাড়ী নারী ও শিশু নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। নিজের নাম ইকবাল। বাড়ি কুমিল্লায়। পিতা হোসেন ও মা লিপি বেগম জানালেও তার থানা ও গ্রামের নাম বলতে পারেনি শিশুটি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর সকাল ৯ টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি থানার রোকন উদ্দিন ও গোটাটিকর এলাকার জয়নাল নামের দু’ব্যক্তি লালমাটিয়া সোনারগাঁও যাত্রী ছাউনীর সামনে মাথায় টুপি, নীল পাঞ্জাবি ও সাদা ছেলোয়ার পরিহিত মাদ্রাসা ছাত্র মোঃ ইকবাল হোসেনকে কুড়িয়ে পান। পরে তারা ইকবালকে মোগলাবাজার থানায় নিয়ে যান। সেখানে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল পিতা-মাতার নাম জানালেও তার জেলার নাম বলতে পারলেও মাদ্রাসার নাম, গ্রাম ও থানার নাম বলতে পারেনি। পরে মোগলাবাজার থানার এসআই মোঃ ফজলুল হক থানায় (১১৭২-নং) একটি সাধারণ ডায়েরী করে ওইদিন শিশুটিকে কোতোয়ালী ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন। সেখানে ৫দিন পুলিশ ইকবালকে রেখে তার বাড়ির ও পিতা-মাতার সন্ধান না পেয়ে অবশেষে গতকাল আদালতের শরণাপন্ন হয়। পরে আদালত তাকে বাগবাড়ী নিরাপদ হেফাজতে প্রেরণ করেন।