বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল সমাবেশ ॥ সর্বাত্মক হরতাল পালন করে দেশবাসী আজহারের বিরুদ্ধে অন্যায় রায় প্রত্যাখ্যান করেছে

16

Sylhet City Jamat Photo-01-01-15সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার জামায়াতকে নিশ্চিহ্ন ও নেতৃত্ব শূন্য করতে বিচার বিভাগকে ব্যবহার করছে। ভুয়া ঘটনাকে পুঁজি করে সরকারের সুবিধাভোগীদের সাজানো পরিকল্পিত সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে নিরপরাধ জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র আজ জাতির নিকট পরিষ্কার। কাল্পনিক অভিযোগে সম্পূর্ণ সাজানো মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় জাতি মেনে নেয়নি। জামায়াত আহূত বুধ ও বৃহস্পতিবারের ২৩ ঘণ্টার হরতাল সর্বাত্মকভাবে সফলের মাধ্যমে জাতি এই অন্যায় ও অবিচারমূলক রায় প্রত্যাখ্যান করেছে।
গতকাল বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে দেয়া অন্যায় মৃত্যুদন্ডাদেশের রায়ের প্রতিবাদে জামায়াত আহূত বুধ ও বৃহস্পতিবারের ২৩ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে পিকেটিং শেষে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। নগরীর সুবিদ বাজার, মিরাবাজার, দক্ষিণ সুরমা ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা এডভোকেট জিয়াউদ্দিন নাদের, মুফতী আলী হায়দার, মাওলানা মুজিবুর রহমান, শামীম আহমদ, মু. আজিজুল ইসলাম, আনোয়ার আলী, রফিকুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, শফিকুল আলম মফিক, মু. শাহেদ আলী ও ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী মাসুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি