গোয়াইনঘাটে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

40

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আলীরগাঁও ইউনিয়নবাসী ৩ ঘন্টা সারী-গোয়াইনঘাট সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচী পালন করা হয়।
এ সময় সড়কের উভয় পাশে প্রায় কয়েক শতাধিক যানবাহন আটকাপড়ে। সড়ক অবরোধের খবর পেয়ে বেলা ১ টায় থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে আলোচনা করলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। এদিকে প্রতিবাদ সভায় আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদৎ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওলি উল্যাহ্, উনিয়ন বিএনপি’র সভাপতি হাজী ফখরুল ইসলাম, ইউপি সদস্য জামাল উদ্দিন, নবিব আলী, সিরাজ উদ্দিন, সাদ উদ্দিন, আব্দুর রহমান, আলী আকবর, ফারুক আহমদ প্রমুখ। উল্লেখ্য ২৬ ডিসেম্বর গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলীরগাঁও ইউনিয়ন একাদশ বনাম পূর্ব জাফলং ইউনিয়ন একাদশ‘র মধ্যে দ্বিতীয় পর্বের খেলায় গোল শূন্য ভাবে ড্র হলে ট্রাইবেকার শুরু হয় এক পর্যায়ে একজন খেলোয়াড় জার্সি পরিবর্তন করে শর্ট মারা নিয়ে দু‘পক্ষের বিরোধ সৃষ্টি হয়। এতে আলীরগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আলীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ‘র সেক্রেটারী ফারুক আহমদ সহ অন্তত ২০জন লোক আহত হয়। এ ঘটনায় আহত ফারুক মেম্বারের বড় ভাই শামছুল হুদা বাদী হয়ে লেঙ্গুড়া গ্রামের রাজিব‘কে প্রধান আসামী করে ৭জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং (২৩) তাং-২৭-১২-১৪ইং।