খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা নেজাম উদ্দিনের দাফন সম্পন্ন

50

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা নেজাম উদ্দিন গত ২৬ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে সংগঠনের ৫ম কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনের ২য় পর্বের উন্মুক্ত অনুষ্ঠান চলাকালীন সময় নিজ বক্তব্যের পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক কাকরাইলস্থ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে রাজধানীর বার্ডেম হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার ২৭ শে ডিসেম্বর তার নিজ বাড়ি বাহুবল উপজেলার পুটিজুড়ি হাইস্কুল মাঠে বেলা ২ টা ৩০ মিনিটের সময় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের ২য় পুত্র হাফিজ মাওলানা নুর  উদ্দিন রাকিব। জানাযার নামাজ পূর্ব এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা জুবায়ের আহমদ আনসারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা রেজাউল করিম জালালী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা কোরবান আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, ঢাকা মহানগর সভাপতি  মাওলানা এনামূল হক নুর, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুর উদ্দিন, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সিলেট মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুছা, প্রচার সম্পাদক মাওলান আরিফুল হক ইদ্রিস, হাফিজ কয়েছ আহমদ।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ, বালাগঞ্জ, বাহুবলের এমপি ও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক নেতৃবৃন্দ সহ হাজার হাজার লোক জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা নেজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি