নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মানববন্ধন ॥ ৬ জানুয়ারির ভিতরে জয়ী উদ্ধার না হলে সিলেটে ব্যবসায়ী সমাজ আন্দোলনে যেতে বাধ্য হবে

56

Photo-2আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরও নিখোঁজের ১৭ মাস অতিবাহিত হলেও ৪ বছরের শিশু স্নিগ্ধা দেব জয়ীকে উদ্ধার করতে না পারা রহস্যজনক বলে মন্তব্য করেছেন সিলেটের সচেতন সমাজ। গতকাল শনিবার দুপুর ১২টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সহযোগিতায় শিশু কন্যা জয়ীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ইসলাম আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ও কল্যাণ পরিষদের সভাপতি বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মকন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে শেখ মকন মিয়া বলেন, মায়ের বুক ফাটা আর্তনাদে আজ কোর্ট পয়েন্টের বাতাস বারী হয়ে উঠেছে। জানান দিচ্ছে সন্তানের জন্য মায়ের কি মমতা। তিনি বলেন, সিলেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি একটাই, অপহরণ হওয়া শিশু জয়ীকে উদ্ধার করতে হবে। অন্যথায় আগামী ৬ জানুয়ারি সিলেটের সকল পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তব্য রাখেন সাংবাদিক সংগ্রাম সিংহ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দিপু, কাউন্সিলর দিবা রানী দে বাবলী, সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম শিপার, শিক্ষক বিধু ভূষণ সেন, নিখোঁজ শিশু জয়ীর বাবা সুশান্ত কুমার দেব, মা সর্বানী দেব তুলি, মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষণ সোসাইটির সিলেট বিভাগীয় সহ সভাপতি ডা. বাপ্পী চৌধুরী, সিলেট নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী, এইচআরসিবিএম জেনারেল সেক্রেটারি রাকেশ রায়, মাইনটি ওয়াচ সিলেটের আহবায়ক মনিন্দ্র রঞ্জন দে, খ্রিষ্টান এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক পাষ্টার হান্নান তালুকদার, সাংবাদিক রঞ্জিত কুমার সিংহ, হাবিবুর রহমান হৃদয়, বাস্তুহারা লীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমদ কবি, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোঃ মোখলিছুর রহমান, মোঃ আহাদ, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন টিপু, জসিম উদ্দিন শিপু, ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুরুজ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সিলেট জেলার সভানেত্রী সপ্না আক্তার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পারভেজ খান, নূরনী সমাজ কল্যাণ সংস্থার সভনেত্রী ফাতেমা জান্নাত, সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী ও নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক রাহেলা আক্তার রাণী, জালালাবাদ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী স্বপ্না আক্তার, বাংলাদেশ হিউমেন সোসাইটির সভানেত্রী রোকশানা বেগম, এন ডি এফ সংস্থার সভানেত্রী শেফালী বেগম, ভূমিকা বিউটি পার্লারের পরিচালক ভূমিকা আক্তার, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা আমির আলী, শ্রমিক লীগ নেতা জালাল মিয়া, শামিম আহমদ কবির প্রমুখ। বিজ্ঞপ্তি