ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে কাজ করতে হবে – সমাজকল্যাণমন্ত্রী

25

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, বিজয়ের মাস ডিসেম্বর। একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ সফল করতে আমাদের সকলকে কাজ করতে হবে। গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধ কালীন সময়ে আমি গোলাপগঞ্জে যুদ্ধ করেছি। বিজয়ের মাসে ওই অঞ্চলে স্কাউট কাবের সমাবেশে অংশগ্রহণ করতে পারায় আমি গর্বিত। সিলেট স্কাউট সম্পাদক মহিউল ইসলাম মুহিত ও প্রমথ সরকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. জেড. এম. নূরুল হক, বিরাজ মধাব চক্রবর্ত্তী মানস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হক, বারাকা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়ছল আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান নছিরুল হক শাহিন।
বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের উপ পরিচালক তাহমিনা খাতুন, স্কাউট সিলেট অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, স্কাউট সিলেট অঞ্চলের কমিশনার ও প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরী চীফ মুবিন আহমদ জায়গিরদার প্রমুখ। বিজ্ঞপ্তি