জ্বালানী বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে এন ডি এফ এর বিক্ষোভ মিছিল

54

জ্বালানী তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এন ডি এফ সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল ২৭ ডিসেম্বর সন্ধ্যায়  নগরীতে এক বিক্ষোভ মিছিল বের হয়। নগরীর বন্দরবাজার মহাজনপট্টি থেকে বের হওয়া মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। মিছিলের সমাপনী বক্তব্য রাখেন এন ডি এফ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু। সমাপনী বক্তব্য জয়দীপ দাস চম্পু বলেন, সরকার দফায় দফায় জ্বালানী তেল বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলেছে। বিদ্যুৎ গ্যাস জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে প্রতিটি  পণ্যের দাম বেড়ে যাবে। জনগণের উপর মূল্য বৃদ্ধি খড়গ জনগণ মেনে নিবে না। সরকার সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানীর স্বার্থে দেশ ও জনগণের বিরুদ্ধে তার কর্মকান্ড পরিচালনা করছে। সরকারের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। মিছিলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় ছাত্রদল, গণতান্ত্রিক মহিলা সমিতি ও হোটেল শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি