রোটারেক্ট ক্লাব সিওমেক এর শীতবস্ত্র বিতরণ ॥ শীতার্ত-অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়

32

শীতার্ত-অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবার এখনই সময়। এই কনকনে শীতে গরীব মানুষেরা আজ অনেক কষ্টে দিনাতিপাত করছে। প্রত্যেক বিবেকবান মানুষের উচিত সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুস্থ ও অসহায় মানুষদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ শীতার্ত মানুষদের কিছুটা হলেও স্বস্তি থাকবে। রোটারেক্ট ক্লাব সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ এর উদ্যোগে দুস্থ গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তারা এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার মালনিছড়া চা বাগানের শ্রমিকদের মাঝে শীতের কম্বল ও কাপড়  বিতরণ করা হয়। এসময় প্রায় ৫শত পুরষ,মহিলা ও শিশু কিশোরদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সার্বিক তত্ত্বাবধান করেন রোটারেক্ট ক্লাব সিওমেক এর প্রেসিডেন্ট আখতার হোসেন চাঞ্চল(৪৮তম ব্যাচ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯ তম ব্যাচের ইমাম, জাহিদ, আরিফ, নাঈম, ৫০ তম ব্যাচের রিজভী, মাজেদ, ৫১ তম ব্যাচের জাহিদ, সিয়াম, জমির, ৫২ তম ব্যাচের ওসমান, একরাম, নাসিম, শাহরিয়ার, রিয়াদ, মাহফুজ, সুমন, আজগর, রনি, মুনেফ প্রমুখ। বিজ্ঞপ্তি