চুনারুঘাটে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত

29

Habiganj Picture_24 Decহবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন শমছু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে ২ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাইফুল আলম রুবেল চশমা প্রতীকে ২ হাজার ৮৯ ভোট পান। ৮২৫ ভোটের ব্যবধানে নাজিম উদ্দিন শমছু আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাইফুল আলম রুবেলকে পরাজিত করেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৬ জন। এর মাঝে আওয়ামীলীগ সমর্থিত আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন কাপ-পিরিচ প্রতীকে ১৭৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসকে ইফতেখারুল গনি খাইরু দোয়াত কলম প্রতীকে ১২৬৮ ভোট, আওয়ামীলীগ সমর্থিত আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন মাইক প্রতীকে ২৫৭ ভোট ও আফসার মিয়া চৌধুরী আনারস প্রতীকে ৫১ ভোট পান।
চুনারুঘাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২০১ জন। নির্বাচনে কাস্টিং ভোটের সংখ্যা ৮৩৪৮। বাতিল হয় ৮৭ ভোট। শতকরা ৭৫ ভাগ ভোট কাস্টিং হয়েছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ইন্তেকাল করলে মেয়র পদটি শূন্য হয়ে যায়।