ক্ষুদে শিক্ষার্থী কাজী আনিসের পরিবেশ বান্ধব চুলা ব্যবহারের গবেষণা ইউএসএআইডি কর্তৃক স্বীকৃত

99

ক্ষুদে শিক্ষার্থী কাজী আনিসের পরিবেশ বান্ধব চুলা ব্যবহারের গবেষণা ইউএসএআইডি কর্তৃক স্বীকৃত হয়েছে। সে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্স হোমের ৮ম শ্রেণীর ছাত্র। গত ১৮ ডিসেম্বর ঢাকাস্থ ইউএসএআইডি ও সিসিইবি অফিসে চীফ অব দ্যা পার্টি এবং প্রজেক্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে তার এই গবেষণা কর্ম উপস্থাপন করা হয়। এ সময় ইউএসএআইডির চীফ অব পার্টি কর্তৃক পরিবেশ বান্ধব চুলা ব্যবহারের এ পরিকল্পনা প্রাথমিকভাবে স্বীকৃতি পায়। বাংলাদেশের ৩টি কোম্পানীর মধ্যে সিএইচডিএসকে নির্বাচিত করে এবং সিলেট এলাকায় দুই মাসের জন্য পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নের জন্য দায়িত্ব প্রদান করা হয় এবং আগামী দুই মাসের মধ্যে সিএইচডিএস এর মাধ্যমে সিলেট বিভাগের ৪টি জেলায় পরিবেশ বান্ধব চুলা প্রকল্প বাস্তবায়ন করা হবে। বিজ্ঞপ্তি