সিপিবি-বাসদের মিছিল সমাবেশে বক্তারা ॥ গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলুন

38

DSC_0032.psdগ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল  বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এর সভাপতিত্বে  ও বাসদ নেতা প্রণব জ্যোতি পাল এর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, সিপিবি নেতা ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উদীচী জেলা সাধারণ সম্পাদক রতন দেব, যুব ইউনিয়ন জেলা সভাপতি খায়রুল হাসান ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন,  শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি সভাপতি কান্ত শর্মা, ছাত্রফ্রন্ট নেতা দেওয়ান নাজমুল ইসলাম, বদরুল ইসলাম, বদরুল আমিন, হুমায়ুন কবীর, সুজন চন্দ, ইকবাল, রুবেল মিয়া প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন, ৫জানুয়ারী প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়ে বর্তমান মহাজোট সরকার ক্ষমতাসীন হয়ে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত যার সর্বশেষ উদাহরণ। বিশ্বব্যাপী তেলের দাম কমলেও সরকার আমাদের দেশে তেলের দাম কমাচ্ছে না। অথচ বিশ্ব ব্যাংক আইএমএফ পরামর্শে সরকার গ্যাস-বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করছে। গ্যাস এবং বিদ্যুৎ মূল্য বৃদ্ধি হলে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে। বক্তরা, গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি