করিম উল্লাহ্ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন ॥ সভাপতি কাওছার- সাধারণ সম্পাদক পাভেল

44

স্টাফ রিপোর্টার :
DSCF3758উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সিলেট নগরীর করিম উল্লাহ্ মার্কেট ব্যবসায়ী কল্যাণ  সমিতির (২০১৫-২০১৭)’র  কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে মার্কেটের একটি হল রুমে ব্যবসায়ীরা পছন্দের প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সর্বমোট ৪শ’ ২৫ জন ভোটার ছিলেন। বিভিন্ন পদে ৩৪ জন প্রার্থী নির্বাচনে অংগ্রহণ করেন। এতে সভাপতি কাওছার আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুল অদুদ পাভেল নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের দায়িত্বশীলরা হচ্ছেন-সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে ১৭৪ ভোটে বিজয়ী হয়েছেন কাওছার আহমদ, সিনিয়র সহ-সভাপতি পদে চাঁদ প্রতীক নিয়ে ২৪৫ ভোটে বিজয়ী হয়েছেন মারুফ আহমদ চৌধুরী, সহ-সভাপতি পদে টেলিভিশন প্রতীক নিয়ে ২৫১ ভোটে বিজয়ী হয়েছেন জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীক নিয়ে ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল অদুদ পাভেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে মই প্রতীক নিয়ে ২৪১ ভোটে বিজয়ী হন মোশারফ হোসেন চৌধুরী মিশু, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢোল প্রতীক নিয়ে ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন গোবিন্দ চক্রবর্তী টিটু, সাংগঠনিক সম্পাদক পদে কাপপিরিচ প্রতীক নিয়ে ২২৬ ভোটে বিজয়ী হয়েছেন হিলাল আহমদ, অর্থ সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে ২০৯ ভোট পেয়ে বিজয়ী হন মোঃ মাজেদুল আহমদ মিশু, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে বই প্রতীক নিয়ে ২২৭ ভোটে বিজয়ী হন জাহাঙ্গীর আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ জাবের হোসেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্বশীল বিজয়ী প্রার্থীরা হচ্ছেন- সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবুল ফয়েজ, প্রচার সম্পাদক মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মোঃ এহসান আহমদ (জাহেদ), ধর্ম সম্পাদক আমিন আহমদ রাজু, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহ ইহা, বন্দবস্ত সংরক্ষিত সদস্য হাজী সৈয়দ তালিব উদ্দিন ও মোঃ মশাহিদ আলী, সাধারণ সদস্য মোঃ নজরুল ইসলাম, আব্দুল হারিছ ও সজল পাল।
নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান ছিলেন,এডভোকেট মুজিবুর রহমান শাহীন, বোর্ডের সদস্য ও করিম উল্লাহ্ মার্কেটের ম্যানেজার মোঃ জামাল মিয়া, সদস্য আব্দুল বাছিত রানা, প্রধান নির্বাচন কমিশনার আলা উদ্দিন সিদ্দিকি, নির্বাচন কমিশনার আব্দুছ ছালাম ও আফজাল সিদ্দিকিদের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে, নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন করিম উল্লাহ্ মার্কেটের চেয়ারম্যান ও মালিক পক্ষের ছানা উল্লাহ্ ফাহিম, সদস্য কুতরত উল্লাহ্ ফাহের ও আতা উল্লাহ্ সাকের, করিম উল্লাহ্ মার্কেটের প্রধান পৃষ্ঠপোষক হাজী আমান উল্লাহ, কাজিরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক শিক্ষানুরাগী আফছর উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য সুয়েব আহমদ, খন্দকার শিপার আহমদ, সালা উদ্দিন আলী আহমদ, হিজকিল গুলজার, এনামুল কুদ্দুস, দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, ব্যবসায়ী ফরিদ বক্স, হাসান মার্কেটের ব্যবসায়ী কিবরান আহমদ, লুহেল আহমদ, খসরু, জাবেদ মিরাজ, নাসিম হোসাইন, মল্লিকা ইন্টান্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল গফ্ফার এবং বন্দরবাজারের ব্যবসায়ী মোঃ জুবের হোসেন মঞ্জু প্রমুখ। তারা করিম উল্লাহ্ মার্কেটের স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের জন্য মার্কেট মালিক পক্ষকে ধন্যবাদ জানান।