বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি সিলেট জেলা শাখার সভা

135

1চাল আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কৃষকের উৎপাদিত ধানের সংরক্ষণ সহ বিক্রয়স্থল হিসেবে চাল কলগুলি কাজ করে যাচ্ছে। চাল কলের উৎপাদিত চাল বাজারে সরবরাহ এবং সরকারী সংগ্রহ অভিযানে সফলতার দৃষ্টান্ত রেখেছে। ইতিমধ্যে দেশে প্রায় ২০ হাজার চাল কলের মধ্যে ৫শ টি অটোমেটিক, ২ হাজার ৫শ টি সেমি অটোমেটিক রাইছ মিল স্থাপিত হয়েছে। দেশে শুধুমাত্র পিপি ওভেন ব্যাগ নিষিদ্ধ হলেও বিদেশ থেকে চাল আমদানী করা হচ্ছে একই রকম ব্যাগে। এছাড়াও সার, আটা, ডাল, ময়দা, চিনিসহ বিভিন্ন ধরণের পণ্য প্যাকেট জাতে পিপি ওভেন ব্যাগ ব্যবহার হচ্ছে। শুধুমাত্র চাল কল মালিকদের প্রতি উক্ত ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছে। ফলস্বরূপ পিপি ওভেন ব্যাগের মূল্যের তুলনায় ৪ গুণ বেশি চটের ব্যাগ ব্যবহারে আমাদেরকে বাধ্য করা হয়েছে। গতকাল বেলা ২ টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতি সিলেট জেলা শাখার সভায় বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রশিদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাব্বির আহমদ ও মোঃ আব্দুল হাই টিপুর যৌথ পরিচালনায় ও জালালাবাদ রাইছ মিল মালিক কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জালালাবাদ রাইছ মিল মালিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মছদ্দর আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কে. এম. লায়েক আলী, বিশিষ্ট শিল্পপতি আফছর উদ্দিন, বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ বাচ্চু, মৌলভীবাজার জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব চেরাগ আলী, হবিগঞ্জ জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, সুনামগঞ্জ জেলা চাল কল মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরইকান্দি ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন, কালিঘাট চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমদ। অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আশরাফুর রহমান, শফিকুল ইসলাম সফিক। সিলেট জেলার দরবস্ত, জৈন্তা, কানাইঘাট, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চাল কল মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন, জালালাবাদ রাইছ মিল মালিক কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি