সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব আজ থেকে শুরু

54

স্টাফ রিপোর্টার :
ঐতিহ্যবাহী সিলেট সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব আজ থেকে শুরু হচ্ছে। গত রবিবার বিকেলে কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পূর্তি উৎসবের উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
জানা গেছে, আজ থেকে ৩ দিন ব্যাপী  সরকারি মহিলা কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তণ শিক্ষক ও ছাত্রীদের মিলন মেলা উৎসবে অংশ গ্রহণ করবেন। উৎসব চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর সকাল ৯টায় স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। পরে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রাক্তন শিক্ষক ও ছাত্রীদের স্মৃতিচারণ ও সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। ২১ ডিসেম্বর অনুষ্ঠানের মধ্যে রয়েছে সেমিনার ও কৃতি নারী সম্মামনা। সকাল ৯টায়  সেমিনার ও কৃতি নারী সম্মামনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১১টায় স্মৃতিচারণ, বেলা ২টায় বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচী ও খেলাধূলা। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।