নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে টাউনহল মিটিং

56

SAMSUNG CAMERA PICTURESডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় পলিটিক্যাল ফেলো অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে নগরীর নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার বিকাল ৩টায় মিরাবাজারস্থ হোটেল সুপ্রিম এ  টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল দশার ক্ষতিকার প্রভাব উল্লেখ করে  জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি  অতি দ্রুত সংস্কারের দাবী জানান। পলিটিক্যাল ফেলো অ্যালামনাই এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান আব্দুল বাসিত চৌধুরী নাহিরের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আবদুল কাইয়ুম ও এডভোকেট সেজিন ওয়াজিহা হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, জনপ্রতিনিধি এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বয়হীনতার কারণে উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করে তিনি বলেন, ভুক্তভোগী জনসাধারণ জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা যাতে পায় এ জন্য প্রশাসনের কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং উন্নয়নমূলক কর্মকান্ড সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে সিটি কাউন্সিলর দিনার খান হাসু বলেন, নাইওরপুল থেকে টিলাগড় পর্যন্ত  রাস্তাটি সিটি কর্পোরেশনের অধীনে না হওয়ায় আমার পক্ষে কিছুই করা সম্ভব হচ্ছে না। তবে পলিটিক্যাল ফেলো অ্যালামনাই এসোসিয়েশন এবং এলাকার ভুক্তভোগী জনসাধারণের দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে  তোলা  হবে। সভায় সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল রাস্তা ভাঙ্গার অন্যতম কারণ। তিনি বলেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেও রাস্তাঘাট দ্রুত ভেঙ্গে যায়। কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটি সড়ক ও জনপথের অধীনে না থাকায় সড়ক ও জনপথ তাতে হস্তক্ষেপ করতে পারে না। সভায় বক্তব্য রাখেন এডভোকেট খালেদ জুবায়ের, জাহাঙ্গীর আলম, আসমাউল হাসনা খান, আবু আম্বিয়া, ক্ষমা রানী দে, শাফকাত হাসান। স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আলিম তুষার। এ সময় উপস্থিত ছিলেন রিনা  বেগম, এবাদুর রহমান এবাদ, এডভোকেট নাসিমা বেগম, তানিয়া আক্তার, সামিয়া বেগম, মারুফ আহমদ, তানিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি