কিং কোবরা ক্রিকেট ক্লাব এর বিজয় র‌্যালী ॥ নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে

52

মহান বিজয় দিবস উপলক্ষে কিং কোবরা ক্রিকেট ক্লাব এর উদ্যোগে বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাউজিং এস্টেট এর সামন থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজিং এস্টেট গেইটের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পদাক দেওয়ান তৌফিক মজিদ লায়েক বলেন, মহান বিজয় দিবসকে সামনে রেখে  আমাদের ঐকবদ্ধ্য হয়ে স্বাধীনাতার অর্জিত গৌরবকে ধরে রাখতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে, তাহলে তাদের মধ্যে দেশ প্রীতি ও দেশাত্মবোধের সৃষ্টি হবে। কিং কোবরা ক্রিকেট ক্লাবের এর সভাপতি ওমর মাহবুবের সভাপত্বি ও রাসেল আহমদ চৌধুরী পরিচালনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবি আনহার আলী, মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার জসিম উদ্দিন বাদল, সোনালী স্বপ্ন বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ গাজী, আম্পেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আরমান, সমাজ সেবী ফয়জুল ইসলাম, রোটারিয়ান জাহেদ আহমদ তালুকদার, সমাজ সেবি আলমগীর হোসেন, ছায়েম আহমদ চৌধুরী, আবু ছায়েম রনি, কিং কোবরা ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পদাক সালাউদ্দিন শাকের, আহাদ আহমদ, নুরুল আমিন, আল সাইয়, জাহিদ হাসান পাবেল, ইমন আহমদ, মো: জুম্মন, আহমেদ সাকিন, আলতি আহমদ, মইনুল ইসলাম, তউহীদ হক, ফাহিম হুসেন খান, কানন আহমদ, সাব্বির আহমদ, আদনান আহমদ ছুফি, আমিনুল হক, মাসুক আহমদ, শাহেদ, সাদমান, শাহী প্রমুখ। বিজ্ঞপ্তি