মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকা সর্বাগ্রে ——— ডা. শামীমুর রহমান

30

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভায় বিএমএ’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শামীমুর রহমান বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকা সর্বাগ্রে। মানবাধিকার বিষয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বলতার কারণেই সর্বত্র মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। ফলে ন্যায়-বিচার ও আইনের শাসন থেকে সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছেন। এ থেকে উত্তরণে মানবাধিকার কর্মীদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল বুধবার সংস্থার পূর্ব জিন্দাবাজারস্থ জেলা কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংস্থার সিলেট জেলা সভাপতি এডভোকেট আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনাস হাবিব কলিন্সের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহীন আহমদ খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, সিলেট সরকারি তিব্বিয়া কলেজের প্রভাষক ডা: আকতার হোসেন, সংস্থার বালাগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল মতিন বাদশা, বিশ্ব নিম্বার্ক পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন, সংস্থার শাহপরাণ শাখার সাধারণ সম্পাদক আকরাম আল শাহান, মাহবুব আহমদ, আলী আহমদ, ডা: সাহেদা বেগম প্রমুখ। এর আগে সংস্থার পক্ষ থেকে একটি র‌্যালী বের করা হয়। বিজ্ঞপ্তি