ধোপাগুলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্রাশার মেশিন উচ্ছেদ ও জরিমানা আদায়

30

Photo- 9-12-14.সদর উপজেলার ধোপাগুলে পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে গড়ে উঠা ষ্টোন ক্রাশার মিলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মাববুবুর রহমানের নেতৃত্ত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। অভিযানে তারা দুটি অবৈধ ক্রাশার মিল উচ্ছেদ ও দুটিকে নগদ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অবৈধ ভাবে গড়ে উঠা অন্যান্য ষ্টোন ক্রাশার মিল ও সরকারি জায়গা দখল করে রাখা মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার ধোপাগুল ষ্টোন ক্রাশার মিল ও পাথর মালিক সমিতির সহযোগিতায় সকালে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। প্রথমে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধ ভাবে গড়ে উঠা শাপলা ষ্টোন ক্রাশার মিলের সকল প্রকার মেশিন ও যন্ত্রাংশ খুলে উচ্ছেদ করে দেওয়া হয়। পরে একই ভাবে ছাড়পত্র না থাকায় আল্লাহ ভরসা ষ্টোন ক্রাশার মিল উচ্ছেদ করে দেন তারা। পরে সরকারি জমি দখল করে ব্যবসা করার দায়ে আমানা ষ্টোন ক্রাশার মিলের মালিক নুরুজ্জামানকে ৫ হাজার টাকা ও প্রগতি ষ্টোন ক্রাশার মিলের মালিক নজরুল ইসলামকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ মাববুবুর রহমান জানান, ধুপাগুলে অবৈধ ভাবে গড়ে উঠা ক্রাশার মিলে অভিযান চালিয়ে দুটি মিল বন্ধ করে দেওয়া হয়েছে। দুটিকে জরিমানা করা হয়েছে। তাছাড়া বাকী অন্যান্য অবৈধ মিলগুলোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, প্রয়োজনে অবৈধ ক্রাশার মিল উচ্ছেদে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আবুল মনসুর মোল্লা, বিমান বন্দর মডেল থানার অফিসারর্স ইনচার্জ মোঃ নুরুল আলম, উপজেলা প্রশাসনের ষ্টেনোগ্রাফার নুরুল মুত্তাকিন, খাদিম নগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ইউপি সদস্য নাজিম উদ্দিন ইমরান, ধোপাগুল ষ্টোন ক্রাশার মিল ও পাথর মালিক সমিতির উপদেষ্টা মন্ডলীর সভাপতি আব্দুল খালিক, সামছুল আলম, আব্দুল কাদির, কামাল উদ্দিন, সদর উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী নাসির উদ্দিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ধোপাগুল আঞ্চলিক শাখার সভাপতি লাল মিয়া, ধুপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ উসমান, সহ সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সাধারণ সম্পাদক ও জেলা ষ্টোন ক্রাশার মিল মালিক ও পাথর ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব মোঃ নুরুল আমীন, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ সালা উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, সদস্য মোঃ আজির উদ্দিন, এখলাছুর রহমান, হাজী রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আজমল আলী, খাদিম নগর ষ্টোন ক্রাশার মিলের সহ সভাপতি মোঃ সাইস্তা মিয়া, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মোঃ মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি