দস্তারবন্দী মহাসম্মেলনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে —————————– পুলিশ কমিশনার

42

Police Commissioner Sylhet  09.12.14জামেয়া কাসেমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর ৪০ সালা দস্তারবন্দী মহাসেম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান এর সাথে তার সভা কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম রোকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আকরাম হোসেন, ডিসি (উত্তর) ফয়সাল মাহমুদ, এসি সিটি এসবি মোঃ নুরুল হুদা আশরাফী, স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার খন্দকার আশফাকুজ্জামান, সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান, সম্মেলন বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক, মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাদরাসার মুহতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া, সদস্য সচিব ও সহকারী মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, বাস্তবায়ন কমিটির মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, প্রচার সম্পাদক মুফতী রশীদ আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় দস্তারবন্দী মহাসেম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ সম্মেলন সফল করার জন্য পুলিশ প্রশাসনের সার্বিক সাহায্য-সহযোগিতাসহ নিরাপত্তা কামনা করেন। জবাবে পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান বলেন, দস্তারবন্দী মহাসম্মেলন সফল করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকলকে সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনের ব্যাপারে সব ধরনের নির্দেশ প্রদান করা হয়েছে। আইন-শৃঙ্খলা যাতে বিঘœ না ঘটে তার জন্য সম্মেলন স্থলের আশাপাশে সিসি টিভি ক্যামেরা স্থাপন সহ সাদা পোষাকেও আইনÑশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। বিজ্ঞপ্তি