মানববন্ধনে বক্তারা ॥ মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করুন

29

DSC_0687 copyশাহ এস এম কিবরিয়া হত্যা মামলাল দীর্ঘ ১২ বৎসর পর সম্পূরক চার্যশীটে সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র জননেতা আরিফুল হকের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে দলমত নির্বিশেষে বৃহত্তর কুমারপাড়া এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচী গতকাল সোমবার নগরীর কুমারপাড়া পয়েন্টে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে সকল পেশার মানুষের উপস্থিতি ছিল।কর্মসুচি চলাকালে বক্তারা বলেন, ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীকে একটি অত্যাধুনিক নগরী গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একটি কুচক্রি মহল এই সরকারের সহযোগিতায় নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী বাকশালীদের নোংরা রাজনীতির শিকার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধরীকে সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্যশীটে অন্তর্ভুক্ত করা হয়। চার্যশীট থেকে অবিলম্বে নাম প্রত্যাহার না করলে কুমারপাড়া এলাকাবাসী সিলেটের জনগণকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
আব্দুল আজিজ লাকী এবং রায়হান আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল কাইয়ুম, জাহেদ উমসান, আব্দুস সহিদ লস্কর, ডা: আরিফ আহমদ, মমতাজ রিফা, হাফিজ মৌলানা শফিকুর রহমান, সালেহ আহমদ চৌধুরী, কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, কাউন্সিলর হাজী সাদিকুর রহমান সাদিক।
অন্যান্যদের উপস্থিত ছিলেন, সোয়েবুল হক, আব্দল মুকিত, মনজুর হাসান, নাহিদ চৌধুরী, মুক্তার হোসেন, আফজল হোসেন, নওশাদ চৌধুরী, লায়েক আহমদ, জাকারিয়া আহমদ, জুয়েল আহমদ, মুক্তা উদ্দিন খান, অপু, বাবলু সিংহ, মাসুম আহমদ, সুলতান আহমদ চৌধুরী, জমির উদ্দিন, সাকি আহমদ, ইমন আহমদ, স্বপন আহমদ, তপন আহমদ, ফাইম, আফছর, শিপলু, সিদ্দিকুর রহমান, দুলাল আহমদ, দেলোয়ার আহমদ, রাজু আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি