বিশ্ব এইডস দিবস ২০১৪ উপলক্ষে ফিল্ম শো

72

বিশ্ব এইডস দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে জাতিসংঘ জনসংখ্যা তহবিল টঘঋচঅ এর সৌজন্যে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি (বেস) এর উদ্যোগে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল রবিবার সিলেট কীন ব্রীজের নিচে জনসাধারণের সম্মুখে এক  ফিল্ম শো এর আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সমাজ সেবা উপপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, এইডস্ একটি মরণব্যাধি, এই ব্যাধি থেকে বাচতে সকলকে অধিকতর সচেতন হতে হবে। এইচআইভি এইডস্ এ আক্রান্ত ব্যক্তিদের বাকা চোখে দেখার কোন সুযোগ নাই। তিনি বলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল টঘঋচঅ এর ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি (বেস) এর মত অন্যান্য সামাজিক সংস্থাকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনতার পাশাপাশি বাস্তবতা নিয়ে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি  (বেস)- এর পরিচালক রোকসানা বেগম, জেলা সমাজ সেবার প্রশাসনিক কর্মকর্তা আবু সাইদ, জেলা তথ্য অফিসের এনাউন্সার মোঃ লেবাস উদ্দিন, মোঃ আব্দুল্লাহ।
উল্লেখ্য আজ সোমবার ৮ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে লাক্কাতুরা চা-বাগানে বিকাল ৩টায় গ্র“প এডেকুশন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি