প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলতে হবে – সেলিম উদ্দিন এমপি

57

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সেলিম উদ্দিন বলেছেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা পর্যায়ে বেসরকারী মান সম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তুলতে হবে। এমন মহতি উদ্যোগ যারা গ্রহণ করবেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে সর্বাত্মক ভাবে উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা করত হবে। সেলম উদ্দিন এমপি গতকাল শনিবার বেলা ১টায় কানাইঘাট সড়কের বাজারে অবস্থিত আজাদ মেডিকেল সেন্টার নামে স্বয়ং সম্পূর্ণ একটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আজাদ মেডিকেল সেন্টারের পরিচালক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট এম.জি ওসমানি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মোরশেদ আহমদ চৌধুরী বলেন চিকিৎসকরা উপজেলা পর্যায়ে না থেকে যেখানে শহরমুখী হচ্ছেন, কিন্তু ওসমানি মেডিকেল কলেজের মেধাবী ছাত্র কানাইঘাটের সন্তান ডাঃ কামাল উদ্দিন, তার নিজ এলাকায় পিতার নামে আজ স্বয়ং সম্পূর্ণভাবে চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে যে স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠিত করেছেন এর মাধ্যমে অত্র অঞ্চলের জনসাধারণ কম খরচে সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারবেন। তিনি সমস্ত ডাক্তারদের পক্ষ থেকে এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণ করায় ডাঃ কামল উদ্দিনকে ধন্যবাদ জনান। তানজিল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার ফজলুর রহমান, জেলা জাপার সহ সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, জেলা জাপা নেতা এড. আব্দুর রহিম, কানাইঘাট সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইফজালুর রহমান, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, জকিগঞ্জ কাজলশাহ ইউপি চেয়ারম্যান রশিদ বাহাদুর, সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ, জাপা নেতা বাবুল আহমদ, কিউএম ফররুখ আহমদ, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, সড়কের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন কাজল, জাপা নেতা জাহাঙ্গীর শামীম কামরুল, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলতাফ উদ্দিন। বক্তব্য রাখেন, খালেদ মাহমুদ সুজন, হাছান আল মামুন প্রমুখ। সভাপতির বক্তব্যে আজাদ মেডিকেল সেন্টারের পরিচালক ডাঃ কামাল উদ্দিন বলেন, তার মরহুম পিতা সাবেক চেয়ারম্যান আজাদুর রহমানের স্মৃতি ধারণ করার জন্য তিনি সব ধরনের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে এ হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। এলাকার গরীব, জনগোষ্ঠী কম খরচে এখান থেকে সব ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জানান।