শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্র“তিবদ্ধ ————- মাহমুদ উস সামাদ চৌধুরী

54

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার যোগাযোগ উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগতমান ও অবকাঠামোগত উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অতীতে কোন সরকার করতে পারেনি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকরা তাদের উৎপাদিত খাদ্য শষ্য সহজের বাজারজাত করতে পারছে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশের শিক্ষা, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সরকারের এই উন্নয়নের অগ্রযাত্রা অংশ হিসেবে দক্ষিণ সুরমার-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে দেশের বৃহৎ শাহজালাল সারকারখানা, সড়ক, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।
তিনি গতকাল শনিবার দিনব্যাপী দক্ষিণ সুরমায় ২ কোটি ২৬ লাখ ৯৬ টাকা ব্যয়ে ৭টি উন্নয়ন প্রকল্পের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন, উপজেলা প্রকৌশলী দুর্গেশ রঞ্জন দত্ত, শিক্ষা প্রকৌশলী আব্দুর রব, জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল শাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়া, মোগলাবাজার থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, সিলাম ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন মাখন, প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান, মোগলাবাজর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, সাবেক চেয়ারম্যান হাজী রেহান উদ্দিন, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী দুদু মিয়া, শাহ ছমির উদ্দিন, খিজির খান, শানর মিয়া, আহমেদ হোসেন খোকন, আতিকুল হক, মশাহিদ আলী, আতিকুর রহমান, রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ এম.এ মুহিত, প্রধান শিক্ষক গৌরাপদ দত্ত, রাখালগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ছতিঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সালেহ আহমদ, সাবেক সভাপতি শফিক মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মতিন, নেছার আলী, আব্দুল মুতিক মেম্বার, বুরহান উদ্দিন, জাতীয় পার্টির নেতা নিমার আলী, বীর মুক্তিযোদ্ধা আলফাজ মিয়া, সেলিম আহমদ মেম্বার, কয়েছ আহমদ মেম্বার, বাবুল মিয়া, সুরঞ্জিত দাস, আব্দুল জব্বার, হারুনুর রশীদ, শাহাব উদ্দিন শিহাব, শামীম আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন বকস, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, আশিক আলী, সুহেল আহমদ কর্নেল, মুসাদ্দেক হোসেন মুসা, সাদিক মেম্বার, মকবুল হোসেন, ছাত্রলীগ নেতা মনছুর আহমদ, শামীম আহমদ, ছমরুল ইসলাম, ডাঃ জুয়েল আহমদ, জুবায়ের কবির লিটন প্রমুখ।
এম.পি মাহমুদ উস সামাদ চৌধুরী ৫৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয়ে মোগলাবাজার রেঙ্গা মাদরাসা-আনীলগঞ্জ-জালালপুর পাকা রাস্তার উদ্বোধন, ৫২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ছতিঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ওয়াশ রুম উদ্বোধন, ৬১ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে রাখালগঞ্জ কে.সি উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২৭ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে রাখালগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ৯ লাখ টাকা ব্যয়ে ওয়াশ রুম উদ্বোধন, ১৮ লাখ টাকা ব্যয়ে সিলাম ইউনিয়নের রুস্তুমপুর হাজীবাড়ী ভায়া রুস্তমপুর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পাকা রাস্তার উদ্বোধন করেন। প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিজ্ঞপ্তি