দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য -সুব্রত পুরকায়স্থ

30

আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, প্রবাসীরা আমাদের অহংকার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশকে দারিদ্র্যমুক্ত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সর্বোপরি দেশকে উন্নত করতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তিনি বলেন যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করে। সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সারওয়ার আলম এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গতকাল রাতে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মকলু মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ-এর সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন। সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগ-এর গবেষণা সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক-এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন বক্স ছালাই, আলমগীর আহমদ, মহিবুউস সালাম রিজভী, আফসার আজিজ, আফতাব হোসেন খান, এনায়েতুল বারী মোর্শেদ, সতীশ দেবনাথ জন্টু, এডভোকেট এ. কে. এম শিহাব, এ্যাডভোকেট এম মামুন, রওনক আহমদ, পিযুস কান্তি দে, মাজহারুল ইসলাম সুমন, মিন্টু রায় চৌধুরী, প্রভাষক মশিউর রহমান এহিয়া, বাদশা গাজী, জাহাঙ্গীর আলম, শাহ মোহন আলী, এমরান আহমদ ইমরান, আব্দুল্লাহ আল মামুন (ইমন), আতিকুর রহমান আতিক, মোঃ হানিফ, জাবেদ আহমদ, আলমগীর হোসেন খান (ইমন), মোঃ রুবেল, অসিম দাস, সোহেল আহমদ, মোঃ কবির আহমদ, আনোয়ারুল হক আলম, বিক্রম কর (সম্রাট) শাহ নেওয়াজ আলম (পলাশ) সুমন সিংহ, নাজিম খান, রফিকুল ইসলাম, মিথুন প্রমুখ। বিজ্ঞপ্তি