ডা: ফরিদুল ইসলাম লতিফীর আদর্শকে অনুসরণ করলে দেশ যে চিকিৎসাসেবা আশা করছে আমরা তা দিতে পারব —– সিভিল সার্জন ডা: আজহারুল ইসলাম

67

সিলেটের সিভিল সার্জন ডা: মো: আজহারুল ইসলাম বলেছেন, ডা: এম এম ফরিদুল ইসলাম লতিফী চিকিৎসাসেবায় একটি সর্বজন পরিচিত নাম ও একটি ব্রান্ড হয়ে দাঁড়িয়েছে। তিনি  সব লোভ লালসার ঊর্ধ্বে থেকে একনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন বলেই তার এত পরিচিতি এবং এত সুনামের অধিকারী। সবাইকে নিয়ে চলার একটি অদ্ভুত ক্ষমতা তার আছে, তা চাকরীর জীবনে সকলেই লক্ষ করেছেন। তিনি বলেন ডা: ফরিদুল ইসলাম লতিফীর আদর্শকে অনুসরণ করতে পারলে দেশ আমাদের কাছে যে চিকিৎসাসেবা আসা করছে আমারা তা দিতে পারব। সিলেট জেলা স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে ডেপুটি সিভিল সার্জন ডা: এম এম ফরিদুল ইসলাম লতিফীর চাকুরী থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বির বক্তব্য তিনি এ কথা বলেন।
সিভিল সার্জন সম্মেল কক্ষে গতকাল বৃহস্পতিবার সরকারী কর্মচারী সমন্বয় সমিতি সিলেট জেলার সভাপতি গৌছ আহমদ চৌধুরী পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ ইমদাদুল হক নয়ন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমাংশু লালরায়, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবীন্দ্র দেব, ডা: হাবিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পদ্ম মোহন সিনহা, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহজাহান, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নজমুল ইসলাম, কুষ্ট হাসপাতালের ডা: তবিবুল ইসলাম ক্ষুনি, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল বশির, মেডিকেল অফিসার ডা: নূরে আলম শামীম, মেডিকেল অফিসার ডা: সিরাজুম মনির, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত সুয়াইবুর রহমান। বিজ্ঞপ্তি