রাজনগরে শিখন স্কুল পরিদর্শন করলেন জেলা শিক্ষা কর্মকর্তা

46

বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
রাজনগরে শিখন স্কুল পরিদর্শন করলেন মৌলবী বাজার জেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা। গতকাল আরডিআরএস বাংলাদেশ পরিচালিত উপজেলার মাথিউরা চা বাগানে শিখন উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিশুদের দক্ষতা যাচাই ও ঝরে পড়া শিশুদের  প্রাথমিক শিক্ষায় অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করে আরডিআরএস বাংলাদেশের ভুয়সী প্রশংসা করেন। এ সময় শিশুরা শিক্ষা কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে শিশুদের প্রশ্ন করার দক্ষতা ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি  মুগ্ধ হন এবং স্কুলের বিভিন্ন  উপকরণের সাথে পরিচিতি হন। এ সময় শিক্ষা অফিসারের সাথে ছিলেন, শিখন কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর আব্দুর রব, টেকনিকেল অফিসার মোছাবিবর রহমান প্রমুখ। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের সহায়তায় আরডিআরএস বাংলাদেশ ২০১২ সাল থেকে রাজনগর উপজেলার চা বাগান সহ শিক্ষা অনগ্রসর এলাকায় শিখন কর্মসূচী নামে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে এই কর্মসূচীর আওতায় ৪র্থ ও ৫ম শ্রেণীর ক্লাস পরিচালিত হচ্ছে।