রক্তের হোলি খেলা বন্ধ করে অবিলম্বে শাবি খুলে দিন ——- জেলা ও মহানগর ছাত্রদল

33

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবী জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২০ নভেম্বর ছাত্রলীগের সন্ত্রাসীরা হল দখলকে কেন্দ্র করে রক্তের যে হোলি খেলায় মেতে উঠেছিল, তারই জের ধরে অকালে ঝড়ে গেল একটি তরতাজা প্রাণ। আর কতদিন এভাবে শিক্ষাঙ্গনে সরকারী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে নিরীহ শিক্ষার্থীরা জিম্মি হয়ে থাকবে ? আওয়ামীলীগের দুঃশাসনের কবলে বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসীদের অরাজকতা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানির কারণে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে হতাশার কালো ছাঁয়া। একদিকে অবৈধ সরকারের সরাসরি মদদে ছাত্রলীগ নামধারীদের সন্ত্রাস এবং সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি ভেঙ্গে পড়েছে। পিএসসি থেকে বিসিএস সকল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে জাতির ভবিষ্যতদের পঙ্গু করে দেওয়া হচ্ছে। আমরা শিক্ষাঙ্গনের এই বেহাল অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে রক্তের এই হোলি খেলা বন্ধ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা সহায়ক পরিবেশ ফিরিয়ে আনতে এবং ক্যাম্পাস ও ছাত্রহলে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি