ছাত্র-যুব সমাবেশে বক্তারা ॥ মেয়র আরিফুল হক চৌধুরীকে চার্জশীট থেকে নাম প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন

34

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে ছাত্র যুব সমাবেশে বক্তারা বলেন, মডেল নগর গঠনের উন্নয়নের রূপকার জনপ্রিয় জননেতা সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যাকান্ডের চার্জশীট থেকে নাম প্রত্যাহার না করলে সিলেটের সচেতন ছাত্র যুব ও সুশীল সমাজকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মেয়র আরিফুল হক চৌধুরীর মাধ্যমে নগরীর ঐতিহাসিক উন্নয়ন কর্মকান্ড আজ মহল বিশেষের গাত্রদাহ হয়ে উঠছে। এরই প্রেক্ষিতে আরিফুল হক চৌধুরীকে সুপরিকল্পিতভাবে দীর্ঘ প্রায় ১০ বছর পূর্বের হত্যাকান্ডের সাথে জড়িত করা হয়েছে। যাহা সিলেটবাসীর কাছে স্পষ্ট হয়ে উঠছে। নতুবা নির্বাচনকালীন আরিফুল হক চৌধুরীকে এহেন হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত থাকার কোন ইঙ্গিতও ছিল না। কিন্তু নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিনের পুঞ্জিভুত সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখার মুহূর্তেই তাকে হয়রানির শিকার করা হয়েছে। সিলেটবাসী তা মেনে নিতে পারে না। তাই অবিলম্বে আরিফুল হক চৌধুরীকে চার্জশীট থেকে নাম প্রত্যাহারের জোর দাবী জানানো হচ্ছে। অন্যথায় সিলেটবাসী দুর্বার আন্দোল গড়ে তুলতে বাধ্য হবে।
সিলেট ছাত্র যুব কল্যাণ ফেডারেশেনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে এ ছাত্র যুব সমাবেশে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, সহ-সাধারণ সম্পাদক রুহেল খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী, ক্রীড়া সম্পাদক সোজায়েত হোসেন রিপন, নির্বাহী সদস্য ছাত্রনেতা এম এন এম  তানভীর, আহমেদ শাহীন, মুন্না আহমেদ, সাংবাদিক শরীফ আহমদ, খালেদ হোসেন রুমেল প্রমুখ। বিজ্ঞপ্তি