কানাইঘাটে বড় ভাই কর্তৃক সৎ ভাইয়ের উপর হামলা ও মারধর

52

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ৪র্থ খন্ড নয়াগ্রামে গতকাল সোমবার বড় ভাই কর্তৃক সৎ ভাইয়ের বাড়ীতে চড়াও হয়ে হামলা, মারধর ও বসত ঘরের মালামাল তছনছের অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক জমি জমা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, বড়বন্দ ৪র্থ খন্ড গ্রামের হাজী মোবারক আলীর পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান প্রার্থী সিরাজ আহমদের সাথে তার সৎ ভাই ডাক্তার রফিক আহমদের এক খন্ড জমি নিয়ে বিরোধ ছিল। গত শ্রাবণ মাসে সিরাজ আহমদ তার দখলে থাকা ১৬ শতক ফসলি জমি এলাকার মুরব্বিয়ানদের উপস্থিতিতে মাফযোক করে সৎভাই ডাক্তার রফিক আহমদকে বুঝিয়ে দেন। উক্ত জমিতে রফিক আহমদ ধান চাষ করেন। গত রবিবার ধান কাটা শ্রমিকরা ধান কাটতে গেলে সিরাজ আহমদের পুত্র মখলিছুর রহমান শ্রমিকদের তাড়িয়ে দেয় এবং সে শ্রমিক লাগিয়ে ধান কেটে নেওয়ার চেষ্টা করে। এতে চাচা রফিক আহমদ বাধা প্রদান করেন। এর জের ধরে গতকাল সোমবার সকাল অনুমান ৭টায় সিরাজ আহমদ ও তার পুত্র মাহবুবুর রশিদ, মখলিছুর রহমান, মুর্শেদুর রহমান, দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রফিক আহমদের বসতবাড়ীতে চড়াও হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। ধারালো চাকুর আঘাতে রফিক আহমদ মাথায় আঘাত প্রাপ্ত হন। প্রাণ রক্ষা করতে তিনি ও তার পরিবারের সদস্যরা শোরচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে হামলাকারীদের কবল থেকে তাকে উদ্ধার করেন। আহত অবস্থায় রফিক আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানিয়েছেন বড় ভাই সিরাজ আহমদ ও তার পুত্ররা তাকে প্রাণে হত্যা করার জন্য এ হামলা করে। হামলার সময় তারা ঘরের মালামাল তছনছ করে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।