দিরাই আওয়ামী লীগের সম্মেলন কাল

39

দিরাই থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাইয়ে ১৭ বছর পর আগামীকাল সোমবার উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে চলছে নানা আলোচনা, বিভিন্ন শ্রেণী-পেশার মানুযের সাথে আলাপকালে তারা জানান, সভাপতি-সম্পদক, কে হবেন সেটা বড় কথা নয়, কে হচ্ছেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের আস্তাভাজন, বৈঠা ছাড়া নৌকার কান্ডারী, এটাই বড় কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগের নেতা কর্মী বলেন, অতীতে আমরা দেখেছি, অনেক ত্যাগী নেতা এমপির আস্তা ভাজন না হওয়ায় দলে কোনো সুবিধা করতে পারেননি, এবার ও হতে পারে পূর্বের মতো। তবে আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন হউক। নৌকার বৈঠা যাক ত্যাগী নেতাদের হাতে। দলীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে সর্বশেষ সম্মেলনে সভাপতি হন তোফায়েল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। সভাপতি তোফায়েল আহমদ স্থায়ীভাবে আমেরিকায় বসবাস ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ দল ত্যাগ করলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান আলতাব উদ্দিন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান প্রদীপ রায়। দীর্ঘ দিন কোনো সম্মেলন না হলেও সফল ভাবে দল পরিচালনা করেন আলতাব উদ্দিন ও প্রদীপ রায়। প্রদীপ রায় বলেন, কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে কে হবেন নৌকার কান্ডারী।। আলতাব উদ্দিন বলেন,১৯৭৯ সালে আবদুস সামাদ আজাদের নেতৃত্বে যে কমিটি হয়েছিল সে কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি, ২০০৪ সালে বঙ্গ ভবনের এক সভায় আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, আজ পর্যন্ত দায়িত্ব পালন করছি, আমি আশাবাদি আমাদের নেতা সুরঞ্জিত সেন গুপ্ত ও স্থানীয় নেতারা আমার কাজের মূল্যায়ন করবেন।