কিবরিয়া হত্যা মামলায় হারিছ চৌধুরী ও আরিফুল হককে জড়ানোর প্রতিবাদে কানাইঘাটে বিএনপির মিছিল

46

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সাবেক অর্থমন্ত্রী এস.এম কিবরিয়া হত্যা মামলার চার্জশীটে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবুল হারিছ চৌধুরীর ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে জড়ানোর প্রতিবাদে কানাইঘাট সড়কের বাজারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বাদ মাগরিব সড়কের বাজারে অনুষ্ঠিত মিছিল পবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বৃহত্তর সিলেটের কৃতি সন্তান প্রয়াত এস.এম কিবরিয়া হত্যার নয় বছর পর কানাইঘাটের কৃতি সন্তান আবুল হারিছ চৌধুরী ও সিটি মেয়র আরিফুল হককে চার্জশীটভুক্ত আসামী করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের নেতা এ ধরনের জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে না। অবিলম্বে উক্ত হত্যা মামলা থেকে হারিছ চৌধুরী ও আরিফুল হককে বাদ দেয়ার দাবী জানান তারা। দীঘিরপার ইউপি বিএনপির সভাপতি আব্দুশ শহিদ মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আব্দুল কাদির ভূঁইয়া ও রায়হান আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা কুতুব উদ্দিন মেম্বার, আব্দুর রব, মিছবাহ উদ্দিন, শরিফ উদ্দিন চৌধুরী, এবাদ মেম্বার, নাজিম উদ্দিন, আজিজুল হক, জাকারিয়া সিদ্দিকী লিটন, নুর উদ্দিন, যুবদল নেতা সাজ উদ্দিন সাজু, খছরুজ্জামান, ফারুক আহমদ, মামুন আহমদ, আব্দুস সালাম ইকবাল বাহার চৌধুরী, ফখরুজ্জামান, কুতুব উদ্দিন, রেজা, শাহাজাহান, আব্দুল্লাহ আনসারি, মাহতাব উদ্দিন, শ্রমিকদল নেতা মানিক উদ্দিন, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল আহমদ, ছাত্রদল নেতা মিছবাহ, ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন, রুহুল আমিন, আবু সুফিয়ান প্রমুখ।