¬¬গুম হত্যার রাজনীতি বর্তমান সরকারকে অচিরেই ধ্বংস করবে – এডভোকেট নূরুল হক

29

DSC00373গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট জেলা বিএনপি’র আহব্বায়ক সাবেক পিপি এডভোকেট নূরুল হক বলেছেন শহীদ জিয়ার আদর্শানুশারে সোনার বাংলা গড়তে মেধাবীদের নিয়ে উপজেলা বিএনপি’র কমিটি গঠন করতে হবে। মহাজোটের সফলতা রক্ষার্থে ছাত্রদল ও যুবদলকে আরো দায়িত্বশীল হতে হবে, গঠনতন্ত্র অনুসারে আজকের সম্মেলন সহ সব কটি উপজেলার সম্মেলন অনুষ্ঠিত  হতে হবে। কেননা দলীয় নিয়ম নীতি উপেক্ষা করে শৃংখলা ভঙ্গ করা শহীদ জিয়ার আদর্শ নয়। সিলেট জেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক এম.পি দিলদার হোসেন প্রধান বক্তার বক্তব্যে বলেন বাংলার মানুষকে মুক্তি দিতে জালিম সরকারের পথনের লক্ষ্যে ১ কোটি মানুষের ৩ কোটি হাত প্রস্তুত রাখতে হবে। তিনি বলেন পরীক্ষিত নেতাদের আপনারা মূল্যায়ন করুন। তিনি সরকারকে হুঁশিয়ারী দিয়ে বলেন গুম খুন, হামলা ও মামলা দিয়ে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুতি করা যাবে না। গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্যে তার উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপি’র আহব্বায়ক ও উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী’র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান  লুৎফুল হক খোকন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নূর মোহাম্মদ। বিকাল সাড়ে ৪টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রধান অতিথি এডভোকেট নুরুল হক সম্মেলন’র শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, আবুল কাহের শামিম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, ইমরান আহমেদ চৌধুরী, বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সাবেক সদস্য হাসান আহমদ পাটোয়ারী, বিএনপি নেতা মিছবাহুল কাদির ফাহিম, যুবদল নেতা এডভোকেট মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপি‘র সভাপতি আলহাজ্ব এনায়েত উল্লাহ ও সম্পাদক আব্দুল হাফিজ প্রমুখ।
উপজেলা মিলনায়তন হলে সন্ধ্যা ৬টায় দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে উপস্থিত ভোটারদের ভোটে নির্বাচিত ওসমান গনিকে সভাপতি, শাহ-আলম স্বপনকে সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদিনকে সাংগঠনিক সম্পাদক করে গোয়াইনঘাট উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ।